তৃতীয়বারের মত ড্যাফোডিল আইটি সেরা উদ্যোক্তা পুরষ্কারে ভূষিত হলেন নাটোর বড়াইগ্রামের বনপাড়া ট্রাষ্ট আইসিটি জোনের স্বত্ত্বাধিকারী সাংবাদিক ফারুক হোসেন আপন।
শনিবার বিকালে পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা তার হাতে সেরা উদ্যোক্তা হিসাবে সম্মানান স্মারক ও সনদপত্র তুলে দেন। ফারুক হোসেন আপন বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক ডেল্টা টাইমসের বড়াইগ্রাম প্রতিনিধি।
ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও চাটমোহরের ছাইকোলা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকসহ সারা দেশ থেকে আগত তিন শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।