রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার প্রান কেন্দ্র তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শনিবার (১০ ফেব্রয়ারি ) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জবান আলীর
সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন,রাজশাহী-৪ ( বাগমারা) আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড.ইব্রাহিম হোসেন,বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড.জাকিরুল ইসলাম সান্টু,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড.পি.এম. শফিকুল ইসলাম,তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র খন্দকার শায়লা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,তাহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বাবুল খাঁ,
তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ এস,এম জিয়া উদ্দিন টিপু,
বাগমারা উপজেলা শাখার পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান,রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাছিমা আক্তার,তাহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর,তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাশেদ,ডাক্তার ইয়াচিন আলী,গনকৈড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন,তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম,তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুস ছামাদ প্রমুখ।
উল্লেখ্য,তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয় হতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৯০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।