কুমিল্লায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতার আসামির নাম মফিজুল ইসলাম মফু। সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
গ্রেফতারের পর আসামি মফিজুল ধর্ষণ শেষে শিশুকে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় র্যাব।
১ মে বুধবার বেলা ১১টায় র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ এর পরিচালক, অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।
তিনি জানান, ২৯ এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া এলাকায় আফরিন সুলতানা ঝুমুর নামে ৯ বছরের একটি শিশুকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়।
ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব-১১ এর একটি দল ৩০ এপ্রিল মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহারাস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মফিজুল ইসলাম প্রকাশে মফুকে গ্রেফতার করে।
পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আসামিকে সদর দক্ষিণ থানায় সপোর্দ করা হয়েছে।