Dhaka 9:18 am, Thursday, 26 December 2024

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, নারীসহ আহত ৬

চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন দেবীপুর গ্রামে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা হয়েছে। হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের দুইজন কে ঢাকা মেডিকেলে রেফার করেছেন বাকি ৪ জনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
উপজেলার বাতিসা ইউনিয়ন দেবিপুর গ্রামের আহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা জানান, আমার প্রতিবেশী মোঃ খোরশেদ আলম এ-র ছেলে মোঃ মেহেরাজ ( ২৪ ) সাথে আমাদের পুরনো বিরোধ রয়েছে। (১৪এপ্রিল) রবিবার দুপুর ২: ৩০ মিনিটে আমাদের যৌথ মালিকানাধীন পুকুর থেকে জোর পূর্বক মাছ ধরে নিয়ে যাওয়ার সময় আমার বসত বাড়ীর সামনে বাধা নিষেধ করিলে মোঃ খোরশেদ আলম এর ছেলে মোঃ মেহেরাজ ( ২৪ ) আলী আহম্মেদ মজুদারের ছেলে মোঃ শিপন মজুমদার (৫০), মোঃ বুলবুল মজুমদারের ছেলে মোঃ ফয়সাল আহমেদ (৩২), মোহাম্মদ বাহার মিয়ার ছেলে রাতুল মজুমদার (২২), মৃত কায়েস মজুমদারের ছেলে কামরুল হাসান রবিন (২২)সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের কে কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় হামলায় আহত হয় বীর মুক্তিযোদ্ধার মোঃ মোস্তফা স্ত্রী মোসা: ফাতেমা বেগম (৫২), মুক্তিযোদ্ধার ছেলে মোঃ আবদুল মোতালেব (৩৩) মোঃ খোরশেদ আলম মজুমদারের ছেলে মোঃ মেহেরাজ মজুমদার (২৪) মোঃ ইউছুফ মিয়ার ছেলে মোঃ এনাম হোসেন (২৪) ও মোঃ শাহরিয়া (২৩) মোঃ মনির হোসেনের ছেলে মোঃ সোহান (২২) সহ ৬ জন আহত হন।
এ সময় আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।

আহতদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম এর মাথায় গুরুতর আঘাত করায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা বলেন, হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি ডায়েরী করা হয়েছে।

Write Your Comment

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, নারীসহ আহত ৬

আপলোড সময় : 12:40:05 pm, Wednesday, 17 April 2024

চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন দেবীপুর গ্রামে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা হয়েছে। হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের দুইজন কে ঢাকা মেডিকেলে রেফার করেছেন বাকি ৪ জনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
উপজেলার বাতিসা ইউনিয়ন দেবিপুর গ্রামের আহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা জানান, আমার প্রতিবেশী মোঃ খোরশেদ আলম এ-র ছেলে মোঃ মেহেরাজ ( ২৪ ) সাথে আমাদের পুরনো বিরোধ রয়েছে। (১৪এপ্রিল) রবিবার দুপুর ২: ৩০ মিনিটে আমাদের যৌথ মালিকানাধীন পুকুর থেকে জোর পূর্বক মাছ ধরে নিয়ে যাওয়ার সময় আমার বসত বাড়ীর সামনে বাধা নিষেধ করিলে মোঃ খোরশেদ আলম এর ছেলে মোঃ মেহেরাজ ( ২৪ ) আলী আহম্মেদ মজুদারের ছেলে মোঃ শিপন মজুমদার (৫০), মোঃ বুলবুল মজুমদারের ছেলে মোঃ ফয়সাল আহমেদ (৩২), মোহাম্মদ বাহার মিয়ার ছেলে রাতুল মজুমদার (২২), মৃত কায়েস মজুমদারের ছেলে কামরুল হাসান রবিন (২২)সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের কে কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় হামলায় আহত হয় বীর মুক্তিযোদ্ধার মোঃ মোস্তফা স্ত্রী মোসা: ফাতেমা বেগম (৫২), মুক্তিযোদ্ধার ছেলে মোঃ আবদুল মোতালেব (৩৩) মোঃ খোরশেদ আলম মজুমদারের ছেলে মোঃ মেহেরাজ মজুমদার (২৪) মোঃ ইউছুফ মিয়ার ছেলে মোঃ এনাম হোসেন (২৪) ও মোঃ শাহরিয়া (২৩) মোঃ মনির হোসেনের ছেলে মোঃ সোহান (২২) সহ ৬ জন আহত হন।
এ সময় আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।

আহতদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম এর মাথায় গুরুতর আঘাত করায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা বলেন, হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি ডায়েরী করা হয়েছে।