গতকাল পৃথিবীর বৃহত্তম যৌন পল্লী কলকাতার সোনাগাছি তে পালিত হল পবিত্র ইফতার পার্টি। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পৃথিবীর বৃহত্তম যৌন কর্মীদের কমিটি, দুর্বার মহিলা সমন্নয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীমতী বিশাখা লস্কর। তিনি কলকাতার সোনাগাছি তে তাদের অফিসে আয়োজন করে ইফতার পার্টি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। সেই সঙ্গে যুক্ত কলকাতার সোনাগাছি সহ কালিঘাট মুন্সিগঞ্জ, বৌবাজার সহ অন্যান্য যৌন পল্লী র যৌন কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা। প্রায় শতাধিক মানুষের জন্য ইফতার পার্টি করা হয়। এবং বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করে দোয়া চাওয়া হয় পরম করুণাময় প্রভুর কাছে। এই ইফতার পার্টি তে মহিলা সহ পুরুষদের উপস্থিত চোখে পড়ার মতো। এই দুর্বার মহিলা সমন্নয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীমতী বিশাখা লস্কর দায়িত্ব পালন করার পর থেকে যৌন কর্মীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকেন। কিছুদিন আগে বসন্ত উৎসব পালন ও হোলি উৎসব পালন এবং ইফতার পার্টি ও মা দুর্গা পূজা পালন করে আনন্দের মধ্যে নিজেদের কে উপভোগ করেন। বর্তমানে সারা ভারতের বিভিন্ন যায়গায় কয়েক লক্ষ যৌন কর্মীদের মধ্যে সমন্নয় স্হাপন করে চলেছে দুর্বার মহিলা সমন্নয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীমতী বিশাখা লস্কর। গতকাল ইফতার পার্টি তে আগত মানুষ আসার জন্য সকলকেই ধন্যবাদ জানান।।
বেকিং নিউজ :
দুর্বার মহিলা সমন্নয় কমিটির পরিচালনায় পৃথিবীর বৃহত্তম যৌন পল্লী সোনাগাছি তে পালিত হল ইফতার পার্টি
- মনোয়ার ইমাম,ভারত
- আপলোড সময় : 02:39:11 pm, Tuesday, 9 April 2024
- 48 বার পড়া হয়েছে
ট্যাগস :
দুর্বার মহিলা সমন্নয় কমিটির পরিচালনায় পৃথিবীর বৃহত্তম যৌন পল্লী সোনাগাছি তে পালিত হল ইফতার পার্টি
জনপ্রিয়