পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন “সহায় ৯৩।
সাধারণ মানুষের বিপদে অসহায় ও দুস্হ মানুষের জন্য (সহায় সংগঠনের) মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে শনিবার সকালে ছাত্রছাত্রীদের সংগঠন “সহায়- ৯৩”এর দেশ ও প্রবাসের সকল সদস্যদের নিজস্ব অর্থায়নে ইদ সামগ্রী সুয়াগাজি পশ্চিম বাজারে আড়াই শতাদিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া বাশার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাবেয়া বাশার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মাদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক এ কে এম আব্দুল মমিন ও অত্র সংগঠনের উপদেষ্ঠা শাহাদাত হোসেন,
মাষ্টার মোহাম্মদ শাহাজান এর সভাপতিত্বে অনুষ্ঠানে পস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ও সহ-সভাপতি জসিম উদ্দিন,সহ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- জসিম উদ্দিন মেম্বার ও জাকারিয়া রুবেল, আমিরিকা প্রবাসী আবুল বাশার দুলাল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।