নাটোরের বড়াইগ্রামে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সাবেক সংসদ সদস্যের ছেলে ইফতার মাহফিলের আয়োজক জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান কবীর, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা, গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আরিফ উদ্দিন সরকার,জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আসাদুজ্জামান,বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, ইউপি চেয়ারম্যান মমিন আলী, সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, নীলুফার ইয়াসমিন ডালু, আনিসুর রহমান ও আব্দুস সালাম বক্তব্য রাখেন।