Dhaka 9:51 am, Monday, 23 December 2024

মোংলায় ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে বাল্কহেড ডুবি

বাগেরহাট মোংলা উপজেলার পশুর ও মোংলা নদীর মোহনায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি সাফিয়া নামের একটি চালবাহী বাল্কহেড জাহাজ ডুবে গেছে।

সোমবার সকাল থেকে ওই ডুবন্ত জাহাজ থেকে চাল অপসারনের কাজ শুরু হয়েছে।
রোববার দুপুরে ৬ হাজার বস্তা চাল নিয়ে জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া এমভি সাফিয়া বাল্কহেডে করে ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। তবে নৌযানডুবির ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি।

এদিকে পশুর ও মোংলা নদীর ত্রিমোহনায় বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া এমভি শাহজাদা-০৬ নামের কার্গো জাহাজটিকে রোববার সন্ধ্যায় জব্দ করেছে নৌ পুলিশ।

মোংলা নৌ পুলিশের উপপরিদর্শক সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্যগুদাম থেকে ৬ হাজার বস্তা (১৭৫ মেট্রিক টন) চাল নিয়ে মোংলার খাদ্যগুদামের উদ্দেশে যাচ্ছিল এমভি সাফিয়া বাল্কহেডটি।

দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদ ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ওই কার্গো জাহাজটি ধাক্কা দিলে চাল নিয়ে ডুবে যায় বাল্কহেডটি। তবে এ সময় বাল্কহেডে থাকা পাঁচজনই সাঁতরিয়ে তীরে উঠে যান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

মোংলায় ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে বাল্কহেড ডুবি

আপলোড সময় : 04:28:02 pm, Monday, 1 April 2024

বাগেরহাট মোংলা উপজেলার পশুর ও মোংলা নদীর মোহনায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি সাফিয়া নামের একটি চালবাহী বাল্কহেড জাহাজ ডুবে গেছে।

সোমবার সকাল থেকে ওই ডুবন্ত জাহাজ থেকে চাল অপসারনের কাজ শুরু হয়েছে।
রোববার দুপুরে ৬ হাজার বস্তা চাল নিয়ে জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া এমভি সাফিয়া বাল্কহেডে করে ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। তবে নৌযানডুবির ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি।

এদিকে পশুর ও মোংলা নদীর ত্রিমোহনায় বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া এমভি শাহজাদা-০৬ নামের কার্গো জাহাজটিকে রোববার সন্ধ্যায় জব্দ করেছে নৌ পুলিশ।

মোংলা নৌ পুলিশের উপপরিদর্শক সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্যগুদাম থেকে ৬ হাজার বস্তা (১৭৫ মেট্রিক টন) চাল নিয়ে মোংলার খাদ্যগুদামের উদ্দেশে যাচ্ছিল এমভি সাফিয়া বাল্কহেডটি।

দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদ ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ওই কার্গো জাহাজটি ধাক্কা দিলে চাল নিয়ে ডুবে যায় বাল্কহেডটি। তবে এ সময় বাল্কহেডে থাকা পাঁচজনই সাঁতরিয়ে তীরে উঠে যান।