কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ই মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলানায়তনে বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধদের জন্য দোয়া ও মুনাজাত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএমএ বাহার। চৌদ্দগ্রাম এইচ.জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুপম সেন গুপ্তের সংঞ্চচালনায় সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময়, উপজেলা সিনিয়র কৃষি অফিসার মোঃ জোবায়ের হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধ মোখলেসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, পিআইও জোবায়ের হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, জাইকার কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বেকিং নিউজ :
চৌদ্দগ্রামে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
- নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : 10:00:31 pm, Tuesday, 26 March 2024
- 68 বার পড়া হয়েছে
জনপ্রিয়