২৬ মার্চ আমাদেও জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। যাদের সক্রিয় ভুমিকায় আমরা অর্জন করেছি লাল-সবুজের পতাকা,স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে মেঘনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
মেঘনা কেন্দ্রীয় শহীদ মিনারে এই দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা পরিবার ,মেঘনা থানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক অঙ্গসংগঠন মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অপর্ণ করেন এবং সরকারী-রেসরকারী, আধা সরকারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে,ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজনে মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে লুটেরচর মফিজুর ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহীন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ দেলোয়ার হোসেন, কুমিল্লা উঃ জেলা সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা পরিষদ সদস্য নাসির উদ্দীন শিশির,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ ছালাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ গাফফার,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এম,এ মতিন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠান শেষে সকল মুক্তিযোদ্ধাদের মাঝে ইফতার সামগ্রী ও ছাতা বিতরণ করা হয়।