সরকারি সকল সেবা ও সুযোগ সুবিধা তৃণমূলে পৌছা দিতে হবে। এই সকল সুযোগ সুবিধা প্রকৃত হকদার এবং যারা প্রাপ্য তাদের মাঝে নীতিমালা অনুযায়ী বিতরণ করতে হবে। শুধু দলীয় পদপদবী নিয়ে থাকলে চলবে না। গরীব মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে বিনির্মানে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর এই স্বপ্ন বাস্তবায়নে আমাদেরও উদ্যগ নিতে হবে।
২৫ শে মার্চ সোমবার রাজশাহী জেলার বাগমারা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্তরে “সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থ-সামাজিক ও জীবন মানন্নোয়ন ” প্রকল্পের আওতায় নির্বাচিত ১৩০ জন সুফল ভোগীদের মাঝে মুরগী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলন। তিনি আরো বলেন, এখন যুগ পাল্টে গিয়েছে। ডিজিটাল বাংলাদশ এখন হাতের মুঠোয়। আমাদর গর্ব স্মাট বাংলাদশ। এই স্মাট বাংলাদেশ গড়ার জন্য সরকার উদ্যগ নিয়েছে কিভাবে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠির জীবন মানোন্নয়ন করা যায়।
উপজলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, প্রেস সচিব মোস্তাফিজুর রহমান জীবন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন, জেলা পরিষদ সদস্য আবু জাফর, ভবানীগঞ্জ পৌর আ’লীগেরর সাধারন সম্পাদক আব্দুল জলিল, স্বেছাসেবক লীগ নেতা প্রভাষক আব্দুল জব্বার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভাগিরা। উল্লখ্য এবার ১৩০ জন তালিকাভুক্ত সুফলভোগীর মাঝে প্রতিটি হাফকেজি ওজনের ২০টি মুরগী বিতরণ করা হয়।