Dhaka 1:47 pm, Thursday, 26 December 2024

লালমোহন উপজেলার শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক মনোনিত শফিউল্যাহ হাওলাদার

ভোলার লালমোহনে উপজেলায় শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক মনোনিত হয়েছে আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার। পাশাপশি নারী শ্রেষ্ঠ উপজেলা স্বেচ্ছাসেবক মনোনিত হয়েছেন আকলিমা বেগম রেশমা। মঙ্গলবার সকালে ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে সিপিপি স্বেচ্ছাসেবক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয় এবং তাদের হাতে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। এ উপলক্ষ্যে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সিপিপি স্বেচ্ছাসেবক উজ্জবনী সঙ্গীত ও ভিডিও চিত্র পরিবেশনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম এনডিসি, পিএসসি (অব:), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। স্বেচ্ছাসেবকগণের নৈতিক মূল্যবোধ নিয়ে উপদেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ডিজিষ্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) পরিচালক ও সিপিপির প্রথম পরিচালক মুহাম্মদ সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিপিপির পরিচালক প্রশাসন আহমাদুল হক। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সিপিপির পরিচালক (অপারেশন) মো. মিজানুর রহমান। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকগণকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Write Your Comment

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

লালমোহন উপজেলার শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক মনোনিত শফিউল্যাহ হাওলাদার

আপলোড সময় : 02:23:47 pm, Wednesday, 25 December 2024

ভোলার লালমোহনে উপজেলায় শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক মনোনিত হয়েছে আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার। পাশাপশি নারী শ্রেষ্ঠ উপজেলা স্বেচ্ছাসেবক মনোনিত হয়েছেন আকলিমা বেগম রেশমা। মঙ্গলবার সকালে ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে সিপিপি স্বেচ্ছাসেবক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয় এবং তাদের হাতে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। এ উপলক্ষ্যে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সিপিপি স্বেচ্ছাসেবক উজ্জবনী সঙ্গীত ও ভিডিও চিত্র পরিবেশনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম এনডিসি, পিএসসি (অব:), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। স্বেচ্ছাসেবকগণের নৈতিক মূল্যবোধ নিয়ে উপদেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ডিজিষ্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) পরিচালক ও সিপিপির প্রথম পরিচালক মুহাম্মদ সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিপিপির পরিচালক প্রশাসন আহমাদুল হক। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সিপিপির পরিচালক (অপারেশন) মো. মিজানুর রহমান। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকগণকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।