আরিফ রববানী ময়মনসিংহ – ময়মনসিংহে অভিযান চালিয়ে সরকারি প্রতিষ্ঠান মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সরকারি এ দপ্তরে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচার ব্যবসা। নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশপ্রহরীর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালিয়ে পুলিশ এসব অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশরাফুর রহমান। এ সময় তিনি আরও জানান- প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুমে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক পাওয়া গিয়েছে। এই ঘটনায় ফারজানা শান্তা (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন । গ্রেফতারকৃত ফারজানার স্বীকারোক্তি অনুযায়ী এগুলো তার স্বামী হৃদয় মিয়া (২৪) ও তন্ময় ( ২৫) এর বলে জানান তিনি। তারা এসব ক্রয় বিক্রয় করে । উভয় আসামী পলাতক রয়েছে বলে রেঞ্জ ডিআইজি জানান । তবে এসব অস্ত্র এতো অল্প বয়সের যুবকের কাছে কি করে আসলো, এদের সাথে কাদের যোগাযোগ রয়েছে তা ক্ষতিয়ে দেখে তাদের কে দ্রুত গ্রেফতার করার কথাও বলেন তিনি। এসময় নবাগত জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান, ৩ নং ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর তদন্ত মোঃ সাইফুল ইসলাম, ইন্সপেক্টর অপারেশন এস এম নূর মোহাম্মদ, সেকেন্ড অফিসার মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশ্য প্রহরী হৃদয় মিয়ার শোবার ঘরে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করেছে পুলিশ। তবে, এগুলোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপক হাছেন আলীর।
ওসি বলেন, হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।