রাজশাহীর মোহনপুর উপজেলা শাখায় ২০ বছর পরে আগামীকাল ২২ শে ডিসেম্বর রবিবারে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দ্বিবার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির কাউন্সিলকে ঘিরে রাস্তাঘাটে,চায়ের দোকানে,মাঠে ও বিভিন্ন জায়গার আনাচে-কানাচে পোস্টার, ফেস্টুন,ব্যানারে চারিদিকে ছেঁয়ে গেছে।
কাউন্সিল উপলক্ষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার বিএনপির কার্যালয়ে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়। কাউন্সিলে আগামীর নের্তৃত্ব দিতে তিন পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় অফিস সূত্রে জানা গেছে, সভাপতি পদে প্রার্থী হয়েছেন ২ জন। সাধারণ সম্পাদক পদে ৪ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যপক আব্দুস সামাদ। তিনি প্রতিক পেয়েছেন আনারস মার্কা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম ইসলাম মুন। তিনি প্রতিক পেয়েছেন রিক্সা মার্কা।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, উপজেলা বিএনপির আহবায়ক ও বাকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ। তিনি প্রতিক পেয়েছেন ছাতা মার্কা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন। তিনি প্রতিক পেয়েছেন চেয়ার মার্কা। আরেকজন প্রার্থী বিএনপি নেতা জাহাঙ্গীর আলম শাহ্ রুপুল। তিনি প্রতিক পেয়েছেন আম, আরেকজন প্রার্থী মোহনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের জিএস ও সাবেক যুবদল নেতা আবুল কালাম আজাদ। তিনি প্রতিক পেয়েছেন ফুটবল মার্কা।
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান। তিনি প্রতিক পেয়েছেন মাছ মার্কা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন আক্তার শামসুজ্জোহা। তিনি প্রতিক পেয়েছেন ঘোড়া মার্কা। আরো প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মিজানুর রহমান মিলন। তিনি প্রতিক পেয়েছেন কলম মার্কা। একই পদে প্রার্থী হয়েছেন মৌপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও বিএনপি নেতা খাইরুল ইসলাম। তিনি প্রতিক পেয়েছেন হাতি মার্কা। প্রার্থী হয়েছেন রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক মকলেসুর রহমান। তিনি প্রতিক পেয়েছেন টিয়া পাখি মার্কা।
কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও উদ্বোধক হিসাবে থাকবেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।
মোহনপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।নির্বাচন কমিশনার রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভিপি ও রাজশাহী জেলা বিএনপির সদস্য তাজমুলতান টুটুল। আরেকজন নির্বাচন কমিশনার জেলা বিএনপির সদস্য সদর আলী।
উল্লেখ্য, মোহনপুর উপজেলা শাখা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সলে মোট ৪২৬ জন ভোটার রয়েছেন। আগামী ২২ ডিসেম্বর সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন হবে।