নওগাঁর মান্দায় নাশকতার মামলায় ২নং ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয় । আটককৃত গোলাম মোস্তফা (৪৬) উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ২নং ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে,নাশকতা,দাঙ্গা-হাঙ্গামা,জবর দখল,টেন্ডার,চাঁদাবাজি,বালু মহাল নিয়ন্ত্রণ,সাধারণ জনগণকে অন্যায়ভাবে আটক করে মারপিট, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে মারপিট করাসহ একাধিক মামলা রয়েছে। সে একজন তালিকাভুক্ত চোর। অথচ,বিগত সরকারের সময়ে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বেপোরোয়া হয়ে ওঠেন তিনি। বিগত সময়ে মান্দা থানার জিআর মামলা নং-১০৯,১৭৬,১৭৯,২২৪,২৫৯। বর্তমানেও ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতাসহ আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।