ঠাকুরগাঁওয়ের হরিপুরে সমাজের বাধা বিপত্তি অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফলতা অর্জন করেছেন দুই জন সফল জয়িতা নারী উদ্যোক্তা। দেশের অর্থনৈতিক, সামাজিক উন্নয়নের লক্ষ্যমাত্রার ক্ষেত্রে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের অগ্রযাত্রাকে আরো ত্বরাস্থিত করার লক্ষে সোমবার (৯ ডিসেম্বর) হরিপুর উপজেলা মহিলা বিষয়ক দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সকাল সাড়ে ১১টায় পরিষদের হল রুমে নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসে জয়িতা অন্বেষণে এই দুই নারী কে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র প্রধান করা হয়েছে। এরা হলো হরিপুর উপজেলার হরিপুর (আমবাড়ি) গ্রামের আব্বাস আলীর স্ত্রী সফল জননী নারী মোছাঃ ফাতেম খাতুন, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নন্দগাও গ্রামের সুজনের স্ত্রী মোছাঃ সুমি আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ওই দুই জয়িতা নারী কে ক্রেস্ট ও সনদ পাত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সেলিম রেজা তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আমাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী রমিজ উদ্দিন ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার রুমা বেগম ও হরিপুর প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রশিদ, সুজন আবু সালেহ, রাগীব প্রমুখ
বেকিং নিউজ :
হরিপুরে বেগম রোকেয়া দিবসে সফল দুই জয়িতা নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান
- সুজন আহম্মেদ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
- আপলোড সময় : 02:49:06 pm, Monday, 9 December 2024
- 15 বার পড়া হয়েছে
জনপ্রিয়