জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে অপর আসামি সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন বাতিল করেছেন আদালত। বুধবার দুপুরে আইনজীবীদের শুনানি শেষে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আবু বকর সিদ্দিক এ নির্দেশ দেন।
মামলার রাষ্ট্র পক্ষের সহকারী কৌশলী (এপিপি) রফিকুল ইসলাম হিরা বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বুধবার (২০ মার্চ) দুপুরে দুই দিনের রিমান্ড শেষে রায়হান সিদ্দিক আম্মানকে আদালতে হাজির করে পুলিশ। অপরদিকে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিনের জন্য আবেদন করা হয়েছিল। গতকাল মঙ্গলবার একদিনের রিমান্ড শেষ হলে আদালত দ্বীন ইসলামকে জেলে পাঠিয়েছিলেন।
উল্লেখ্য, গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুই দিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বুঝিয়ে দেয় কুমিল্লা জেলা পুলিশের একটি দলের কাছে।
গত শুক্রবার ১৫ মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠীকে দায়ী করে গলায় ফাঁস দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।