খাদ্য দ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের অস্থিরতা চলছে বিভিন্ন বাজারে। প্রধান বাজার থেকে শুরু করে গ্রামীণ পর্যায়েও একই অবস্থা।বাজারে কোনো পণ্যই যেন বাড়তি দামে বিক্রি করা না হয় সেজন্য দ্রব্য মূল্যের অবস্থা, হোটেল ও রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা, মূল্য তালিকা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বাজার মনিটরিং করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম ।
সমবার (২ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলার পৌর বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এসময় বাজারের খুচরা বিক্রেতা, মুদি দোকান, মনিহারি দোকান, মিষ্টির দোকান, ডিম দোকান, বিভিন্ন হোটেল ও কাঁচামালের দোকান মনিটরিং করেন। সকল দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা রাখার, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, মিষ্টির প্যাকেটের পরিমাপ অতিরিক্ত না রাখার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও মাজহারুল ইসলাম ।