মাফিয়াদের তান্ডবে তছনছ হতে চলেছে ছোট ক্যারিয়্যান দেশ হাইতি। সেখানকার রাস্ট্রপতি অ্যানিয়েল হেনরি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। যুদ্ধ বিগ্রহের মধ্যে জড়িত এই দেশটির বর্তমান অবস্থা খুব খারাপ দিকে। ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই সেদেশের ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। সেই দেশের বর্তমানে বসবাস করা ৫০থেকে, ৮০জন, নাগরিক কে উদ্ধার করতে তৎপরতা শুরু করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ সচিব শ্রী জয়সন্কর সেদেশের সরকারের সালে যোগাযোগ রাখছে। যত তাড়াতাড়ি সম্ভব ভারতের নাগরিক কে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা। হাইতি র মাফিয়াদের তান্ডবে জ্বলছে রাস্তা ঘাট ও বাজার। সেখানে প্রায় হাহাকার সৃষ্টি হয়েছে ত্রাণ নেবার জন্য। ইতিমধ্যেই ইউ এন ও পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শান্তি ফেরাতে আন্তর্জাতিক জাতিসংঘের ফৌজের দল পাঠানো হয়েছে।
বেকিং নিউজ :
জ্বালছে, ক্যারিয়্যান দেশ হাইতি, ৮০জন ভারতীয় কে উদ্ধারের চেষ্টা।
- মনোয়ার ইমাম,ভারত
- আপলোড সময় : 07:49:34 pm, Tuesday, 19 March 2024
- 64 বার পড়া হয়েছে
জনপ্রিয়