Dhaka 6:57 pm, Wednesday, 25 December 2024
বেকিং নিউজ :
Logo Trang web cờ bạc trực tuyến Arizona 2024: Sòng bạc thể thao AZ Logo คาสิโน Zero Restriction ที่ดีกว่าที่จะได้สัมผัสกับข้อจำกัดแทน2024 Logo สภานิติบัญญัติแนะนำให้เสียภาษี 15% ถึง 25% สำหรับรัฐใหม่ที่นำเว็บไซต์การพนันมาใช้ Logo নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১ Logo নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার  Logo শেখ হাসিনা বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে: মোহাম্মদ শাহজাহান   Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ – নারী Logo মদিনায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত Logo লালমোহন উপজেলার শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক মনোনিত শফিউল্যাহ হাওলাদার Logo পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে “রূপসী বাংলা এক্সপ্রেস” ট্রেনের যাত্রা শুরু

‘সাংবাদিকদের মতো রাস্তায় ঘুরি না আমি, আমার কাজ আছে’

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান নাইমকে হেনস্থা ও তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হাসপাতালের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। শনিবার (৯ নভেম্বর) হাসপাতালের রিসিপশনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম। পরে, সেখানে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজার কাছে প্রসুতির মৃত্যুর অভিযোগের বিষয়টি জানতে চাইলে সেলিম রেজা ওই সাংবাদিককে হেনস্থা করেন ও উচ্চ বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে হাসপাতালের ছবি তোলার কারণ জানতে চেয়ে গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইমের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা।

এই বিষয়ে ভুক্তভোগী গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম বলেন, এইচ আর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তাদের হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি মারা গিয়েছিল। সাংবাদিকরা তো আর এক পক্ষের কথা শুনে সরাসরি একটি হাসপাতালের বিরুদ্ধে লিখতে পারে না। সেই জন্যই আমি হাসপাতালের চেয়ারম্যানের বক্তব্য নিতে গিয়েছিলাম। উনার কাছে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলাম। সাথে সাথেই উনি ক্ষেপে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা ও উচ্চবাক্য বিনিময় করতে লাগলেন। তিনি আমাকে বলতে লাগলেন, সাংবাদিকদের মত আমি রাস্তায় রাস্তায় ঘুরি না, আমার অনেক কাজ আছে। কিছু বলতে পারবো না এই বিষয়ে। এক পর্যায়ে আমি ওনার হাসপাতালের ছবি তুললাম কেন এই কথা বলে উনি আমার মোবাইল ছিনিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করে। একপ্রকার জোড় করেই আমি আমার ফোন ওনার কাছ থেকে উদ্ধার করি। সাংবাদিক তথ্য সংগ্রহে যাবে, ছবি তুলবে এটা তো স্বাভাবিক বিষয়। এটার জন্য তিনি একজন সাংবাদিককে হেনস্তা করতে পারেন না। তার মোবাইল ছিনিয়ে নিতে পারেন না। আমি আমার সাথে হওয়া এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই।

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমার বিষয়ে আনিত অভিযোগগুলো মিথ্যা। আপনারা অফিসে আসেন। সামনা সামনি কথা বলে সমাধান করি।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতওয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আপনার মাধ্যমে এটি শুনলাম। আমাদের কাছে যদি লিখিত অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, সাংবাদিকদেরকে হেনস্তা করা ন্যাক্কারজনক ঘটনা। লিখিত অভিযোগ পেলে আমরা ওই হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৮ নভেম্বর) দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়।

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

Trang web cờ bạc trực tuyến Arizona 2024: Sòng bạc thể thao AZ

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

‘সাংবাদিকদের মতো রাস্তায় ঘুরি না আমি, আমার কাজ আছে’

আপলোড সময় : 05:50:50 pm, Saturday, 9 November 2024

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান নাইমকে হেনস্থা ও তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হাসপাতালের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। শনিবার (৯ নভেম্বর) হাসপাতালের রিসিপশনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম। পরে, সেখানে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজার কাছে প্রসুতির মৃত্যুর অভিযোগের বিষয়টি জানতে চাইলে সেলিম রেজা ওই সাংবাদিককে হেনস্থা করেন ও উচ্চ বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে হাসপাতালের ছবি তোলার কারণ জানতে চেয়ে গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইমের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা।

এই বিষয়ে ভুক্তভোগী গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম বলেন, এইচ আর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তাদের হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি মারা গিয়েছিল। সাংবাদিকরা তো আর এক পক্ষের কথা শুনে সরাসরি একটি হাসপাতালের বিরুদ্ধে লিখতে পারে না। সেই জন্যই আমি হাসপাতালের চেয়ারম্যানের বক্তব্য নিতে গিয়েছিলাম। উনার কাছে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলাম। সাথে সাথেই উনি ক্ষেপে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা ও উচ্চবাক্য বিনিময় করতে লাগলেন। তিনি আমাকে বলতে লাগলেন, সাংবাদিকদের মত আমি রাস্তায় রাস্তায় ঘুরি না, আমার অনেক কাজ আছে। কিছু বলতে পারবো না এই বিষয়ে। এক পর্যায়ে আমি ওনার হাসপাতালের ছবি তুললাম কেন এই কথা বলে উনি আমার মোবাইল ছিনিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করে। একপ্রকার জোড় করেই আমি আমার ফোন ওনার কাছ থেকে উদ্ধার করি। সাংবাদিক তথ্য সংগ্রহে যাবে, ছবি তুলবে এটা তো স্বাভাবিক বিষয়। এটার জন্য তিনি একজন সাংবাদিককে হেনস্তা করতে পারেন না। তার মোবাইল ছিনিয়ে নিতে পারেন না। আমি আমার সাথে হওয়া এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই।

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমার বিষয়ে আনিত অভিযোগগুলো মিথ্যা। আপনারা অফিসে আসেন। সামনা সামনি কথা বলে সমাধান করি।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতওয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আপনার মাধ্যমে এটি শুনলাম। আমাদের কাছে যদি লিখিত অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, সাংবাদিকদেরকে হেনস্তা করা ন্যাক্কারজনক ঘটনা। লিখিত অভিযোগ পেলে আমরা ওই হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৮ নভেম্বর) দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়।