পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংকে ৯শত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএসসি’র উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ এর চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম।
শুক্রবার সকাল সারে ১০ টায় শাহেদা গফুর হাসপাতালের মাঠে এ খাদ্য সামগ্রী বিতারন করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অনুদান তহবিল থেকে ১০ লাখ টাকার খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিজনকে ৬ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি আটা, ১ কেজি সয়াবিন তেল ও যাতায়াতের জন্য নগদ ৩০০ শত টাকা দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতারন করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক মার্কেন্টাইল ব্যাংক মতিউল হাসান, মো : ফারুখ সিকদার, মোঃ মোচলে উদ্দিন, মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখা ব্যাস্থাপক মোঃ আল মামুন প্রমুখ।