নাটোরের সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে সমাবেশ করে।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম বুলবুল, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।