পটুয়াখালীর বাউফলে কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা মাদারীপুর ও শরিয়ারতপুর কৃষি উন্নয়নের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহসপতিবার উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী আয়োজিত প্রযুক্তি মেলা র্যালী মাধ্যমে উদ্বোধন করেন। ৭ থেকে ৯ নবেম্বর পর্যন্ত এ মেলা চলবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজির সভাপতিত্বে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারনের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ এইচ এম শামীম, কৃষিবিদ মোঃ খায়রুল ইসলাম মল্লিক, সহকারী কমিশনার ভূমি অফিসার প্রতিক কুমার কুন্ড, কৃষিবিদ অনিরুদ্ধ দাস, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: আনছার উদ্দিন মোল্লা উপস্থাপনায় বক্তব্য রাখেন বাউফল প্রেস ক্লাব সাবেক সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, বাউফল প্রেস ক্লাব সাবেক সাধারন সম্পাদক আরেফিন সহিদ। মেলায় ১০ টি ষ্টল প্রদর্শীত হয়। এ সময় চরাঞ্চলসহ প্রকৃত কৃষকের মধ্যে বিনামূল্যে ফলজ চারা বিতরন করেন।