জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও স্বেচ্ছায় রক্তদানের মধ্যে দিয়ে নাটোরে জাতীয়তাবাদী জেলা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ রোববার সকাল ৯ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সহ দলীয় নেতাকর্মী।