কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক শীতকালীন সবজির চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) নগরীর কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে শীতকালীর নানা জাতের সবজি চারা বিতরণ করা হয়। এর আগে কলেজের ছাদে বীজতলা তৈরী করেন শিক্ষার্থীরা।
কুমিল্লা আইডিয়াল কলেজ ও সাপ্তাহিক গোমতি সংবাদ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।
গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, ফেনী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুমাইয়া বিনতে হোসাইনী, এখন টিভির কুমিল্লার ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, বাসস প্রতিনিধি মহসিন কবীর, বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল, সাপ্তাহিক আমোদ এর রিপোর্টার আবু সুফিয়ান রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো জরুরী। কৃষির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে বাড়ির আঙ্গিনায় সবজির আবাদ করা প্রয়োজন।