কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি বিশেষ মহল, গতকাল বনবিভাগ ও নিৰার্হী আদালত অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বালু সাপ্লাই এর পাইপ জব্দ করেছেন বনবিভাগ ও উখিয়া’র নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অদ্য (৭ অক্টোবর)ইং-২০২৪ বিকেল চারটায় পালংখালী নুরুল হক মেম্বারের বাড়ির সামনের খালে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এই সাড়াশি অভিযান পরিচালনা উখিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বনবিভাগ
এলাকা সুত্রে জানা যায়, চিহ্নিত পাহাড় খেকো ও ভূমি দৃশ্য পালংখালী মোছার খোলা জয়নাল,নুরুল হক, ও জাহেদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে পাহাড়ের মাটি ও খালের বালু সাপ্লাই দিয়ে আসছে বলে অনেক অভিযোগ। যাদের বিরুদ্ধে সরকারের নিয়মনীতি না মেনে সরকারি সম্পদ লুটপাটে পরিবেশ বিনষ্টের গুমরত অভিযোগ রয়েছে।
নাম অনিচ্ছুক এক ভদ্রলোক বলেন তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খোলার সাহস পায় না,কেউ প্রতিবাদ করলে অস্ত্র মুখে ভয় দেখিয়ে বলে যদি কেউ প্রশাসনকে খবর দেয় তাহলে রাতের আঁধারে গুলি করে মেরে ফেলবে এমন হুমকি দেয় এই ভূমিদৃশ্য সিন্ডিকেট।
এই বিষয়ে অভিযুক্ত জয়নালের নাম্বারে একাধিক বার কল দিলে তিনি কল রিসিভ না করায় বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।