পটুয়াখালী বাউফলের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শহীদ জিয়া গবেষনা পরিষদের নেতা কর্মীদের আয়োজনে মিছিল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বাউফলের বিলবিলাস বাজার থেকে মোটর সাইকেলে করে শতাধীক নেতাকর্মী নগরের হাট এলাকায় গিয়ে পথসভায় অংশ গ্রহন করেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট ও বাজারে তারা পথ সভা করেন।
বিকালে নগরের হাট বাজারে উপজেলা যুবদলের সদস্য মোহন মৃধার সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়া গবেষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনিচুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল. কেন্দ্রীয় নেতা রাসেল মৃধা. বাউফল উপজেলা যুবদল সদস্য মো. তারেক ও বাউফল উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুল হক কাওসার। ওই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তারেক রহমানের নির্দেশে বিএনপি সুশৃঙ্খল ভাবে মাঠে কাজ করছে। দেশে বিএনপি কোন নেতা কর্মী অপরাধের সাথে জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন তারেক রহমান বলেছেন. দিনের ভোট দিনে হবে রাতে নয়। সৈরাচার শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের ফেলে রেখে নিজে পালিয়েছেন। জনগনই আগামী নির্বাচনে তাদের দু:শাসনের রায় দিবেন। তবে বিএনপি একটি আপোষহীন ও জনগনের দল। তারা নৈরাজ্য না করে জনগনের কাধে কাধ রেখে মাঠে কাজ করছে।
জিএমআরএ