নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় এক ইটভাটা ব্যবসায়ীকে প্রতিহিংসা মূলক ও হয়রানির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন যাবত বৈধ ভাবে ইটভাটা ব্যবসা করে আসছেন জে.বি.কে বিক্স ইট ভাটার মালিক জাহাঙ্গীর আলম বাদশা। বাদশা উপজেলার যোগিপাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
গত ২৫ সেপ্টেম্বর রাজশাহী বাগমারা ভাগনদী ও শান্তিপুর গ্রামে তিন ফসলি জমি দখল করে ইট ভাটা নির্মাণের প্রতিবাদে প্রতিহিংসা মূলক মানববন্ধন করেছে প্রতিপক্ষরা। ভগনদী ও শান্তিপুর গ্রামের সর্বস্তরের জনসাধারনের ব্যানারে মানববন্ধন করে একটি পক্ষ। এ ঘটনাটি কিছু গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। প্রতিহিংসা মূলক মানবন্ধন ও প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জে.বি.কে বিক্সস এর মালিক জাহাঙ্গীর আলম বাদশা।
প্রতিবাদ লিপিতে জাহাঙ্গীর আলম বাদশা দাবি করেন, ২০১২ সাল থেকে বৈধ ভাবে সরকারি নিয়ম-নীতি মালা সব কিছু মেনে জেবিকে বিক্স ইট ভাটার ব্যবসা করে আসছি। আমার ইটভাটার ১০০ মিটার দূরে আমার আপন ছোট ভাই সিদ্দিকুর রহমানের এসবিকে বিক্স ইটভাটা রয়েছে। অথচ সেই ইটভাটার বিরুদ্ধে কোন অভিযোগ নেই প্রতিপক্ষদের।
পূর্বশত্রুতার জের ধরে এলাকার সাইফুল মৃধা, মিন্টু সরদার, আবুল মৃধা, কুদ্দুস মৃধা ও সুলতান মন্ডলের নেতৃত্বে ভাড়াটে লোকজন দিয়ে উদ্দেশ্য মূলক ভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চক্রান্ত মূলক ভাবে একটি স্বার্থান্বেষী মহল আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন ও ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্থ করতে মরিয়া হয়ে উঠেছে।সেই সাথে কিছু গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।
বাদশা আরো জানান, এ ঘটনার আগে গত ৮ সেপ্টেম্বর সুলতান মন্ডল বাদী হয়ে বাগমারা থানায় আমি ও আমার ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা একটি মামলা দায়ের করে। সেই মিথ্যা মামলায় গত ১২ সেপ্টেম্বর রাজশাহীর আদালত থেকে জামিন নেয়া হয়েছে। সেই সুলতান মন্ডল পূর্বশত্রুতার জের ধরে এলকার কতিপয় ভাড়াটে লোকজন নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য চক্রান্ত মূলক অপপ্রচার করছে। এর আগে সুলতান মন্ডলের নেতৃত্বে আমাকে ও আমার ছেলে সোহানের উপরে হামলা চালায়। হামলার শিকার হয়ে আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিলাম।