লায়ন্স ক্লাব অব কুমিল্লার আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ) কুমিল্লা মহানগরীর ঝাউতলায় সেলিম ক্লিনিক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভাইজার টু ডিজি ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,লায়ন্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক সভাপতি আলী আহসান টিটু,ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইদুল ইসলাম ভূইয়া, কোষাধ্যক্ষ মোঃ আবদুল হালিম,সদস্য মোঃ আবদুল আউয়াল সরকার।
ডাঃ একেএম আবদুস সেলিম বলেন,আমাদের উদ্দেশ্য মানুষের মধ্যে সম্প্রীতি গড়ার চেতনাকে উজ্জীবিত ও পৃষ্ঠপোষকতা করা। সুশাসন ও সুনাগরিকত্ব -এ আদর্শকে ধারণ করা।আমরা কাজ করি সমাজের জন্য,গতবছর আমাদের ক্লাব সেবামূলক কাজে ভালো করেছে এই বছরেও আমরা পূর্বের ন্যায় সেবামূলক কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
জিএমআরএ