দুঃসাহসিক অভিযান পরিচালনায় পুলিশ পদকের পাশাপাশি ‘র্যাব মহাপরিচালক পদক’ও প্রবর্তন করবে সরকার। বুধবার (৬ মার্চ) সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ফোর্সেস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাব সদর দফতর কুর্মিটোলায় আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘র্যাব মহাপরিচালক পদক প্রণয়নের মাধ্যমে এই বাহিনীর সদস্যদের মধ্যে আরও উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি হবে। র্যাবের কাজের আকাঙ্ক্ষা আরও বাড়বে বলেই আমি মনে করি।’
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই র্যাবসহ প্রতিটি সংস্থা ও বাহিনীকেই তার সরকার অত্যাধুনিক সরঞ্জাম দিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তাদের যা যা প্রয়োজন আমরা করেছি এবং র্যাবকে ইতোমধ্যে ১৫টি ব্যাটালিয়ন সমৃদ্ধ চৌকস ত্রিমাত্রিক সংস্থা হিসেবেই আমরা গড়ে তুলেছি। কারণ, দেশের আর্থ-সামাজিক উন্নতি এবং মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা এনে দেওয়াই আমাদের লক্ষ্য।’
র্যাবের অভিযান পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর গুরুত্বারোপ করে তিনি এক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপরও জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সবার অভিযানিক সক্ষমতা বৃদ্ধি পায়। দ্রুত যেকোনও সমস্যার সমাধান করতে পারে। এই কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সেটা সবসময় সরকার করে যাবে।’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে আশকোনা হজ ক্যাম্পের পাশে র্যাবের নতুন সদর দফতর প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে বলেও তিনি জানান।