একযোগে নাটোরের সাত থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোর সদর থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), সিংড়া থানা পুলিশের ওসি আবুল কালামকে এপিবিএন, লালপুর থানা পুলিশের ওসি নাছিম আহম্মেদকে নৌ-পুলিশে, গুরুদাসপুর থানা পুলিশের ওসি মো. উজ্জ্বল হোসেনকে নৌ-পুলিশে, নলডাঙ্গা থানা পুলিশের ওসি মো. মোনোয়ারুজ্জামানকে হাইওয়ে পুলিশে, বড়াইগ্রাম থানা পুলিশের ওসি মো. শফিউল আজম খানকে সিআইডিতে ও বাগাতিপাড়া থানা পুলিশের ওসি মো. নান্নু খানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। এ ছাড়া, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এসএম আবু সাদাদকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বদলি করা হয়েছে।
আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.