গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাটা সায়েন্টিস্ট তৈরির উদ্দেশ্যে রবি আজিয়াটা আয়োজিত ডাটাথনের তৃতীয় সংস্করণের গ্র্যান্ড ফিনালেতে এ কথা জানান তিনি। পলক বলেন, বর্তমানে দেশে দুই-তিনটি ইউনিকর্ন কোম্পানি রয়েছে। আগামী পাঁচ বছরে আরও পাঁচটি ইউনিকর্ন কোম্পানি গড়ে তোলা হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগামীতে দেশে গুগলের মতো বাংলাদেশি ম্যাপ, ফেসবুকের মতো নতুন প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে স্টার্টআপ কোম্পানি লিমিটেড তৈরি করেছে সরকার। এ ক্ষেত্রে এখন পর্যন্ত ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এ ছাড়া ৫০ স্টার্টআপকে আরও ৫০০ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফল হলে আরও ২ হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
পলক আরও বলেন, বর্তমানে টেক জায়ান্ট কোম্পানিগুলো মানুষের ব্যক্তিগত ডাটা পয়েন্ট জেনে যাচ্ছে এবং তা মার্কিন টুল হিসেবে ব্যবহার করছে। দেশের নাগরিকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও নিরাপত্তায় সরকার পার্সোনাল ডাটা প্রটেকশন অ্যাক্ট তৈরি করছে বলে জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাজীব শেঠি এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিম।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.