মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র (পাইপগান) ও ৩৬ বোতল ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানাধীন বৈখর এলাকায় (২৮ মার্চ) আনুমানিক ১৩:৪৫ মিনিটের সময় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ০৩টি দেশীয় অস্ত্র (পাইপগান), ২০টি রাবার কার্তুজ ও ৩৬ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল, মুন্সিগঞ্জ থানার বৈখর পশ্চিম পাড়া গ্রামের মৃত অফিজ উদ্দিন সরকারের ছেলে মোঃ আব্দুল জব্বার ওরফে বাবু(২৫) ও সিরাজদিখান থানার পশ্চিম শিয়ালদি গ্রামের আমির আলী শিকদারের ছেলে মোঃ রাসেল শিকদার (৩৪)।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2025 Dainiksopnerbangladesh.com. All rights reserved.