৩৮৭ কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতানের’ নির্মাণকাজ শেষ হবে ২০২৮ সালে। ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি মার্কেট পুড়ে যায়।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের ১০৬ দশমিক ২৮ কাঠা জমির ওপর ১০ তলা ভবন হবে। ভবনটিতে বেজমেন্টসহ মোট ১০টি ফ্লোর থাকবে। গ্রাউন্ড ফ্লোর থেকে নবম তলা পর্যন্ত থাকবে ৩ হাজার ২১৩টি দোকান। মার্কেট ভবনে বঙ্গবাজার হকার্স মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, মহানগর হকার্স মার্কেট, আদর্শ হকার্স মার্কেট নামে চারটি ব্লক থাকবে। ভবনে পাঁচটি সাধারণ সিঁড়ি আর ছয়টি অগ্নিপ্রস্থান সিঁড়ি, আটটি লিফট থাকবে। প্রথম তলায় প্রতিটি ব্লকের জন্য আলাদা করে প্রবেশ ও বের হওয়ার পথ থাকবে। বেজমেন্টে থাকবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। রিজার্ভ পানির জন্য থাকবে কয়েকটি ট্যাঙ্ক।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.