এমরান হোসেন রিটন।।
কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । শনিবার হোমনা উপজেলা সদরের পৌর সুপার মার্কেটের সামনে এতে উপজেলার বিভিন্ন শ্রণি ও পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে হেমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্ব
বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি চন্দন লাল রায়,উপজেলা জামায়াতে ইসলামির সেক্রটারী জেনারেল মাওলানা কাজী ইব্রাহিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ইউনুছ আহাম্মেদ, জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সদস্য সাংবাদিক কবি দেলোয়ার, মো.আসাদুল ইসলাম রফিক ও মো.সাইদুল ইসলাম, হোমনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. নাইম হাসান প্রমুখ।
বক্তারা হোমনার চারপাশের উপজেলা পশ্চিমে মেঘনা, দক্ষিণে তিতাস পূর্বে মুরাদনগর, এবং উত্তরে বি- বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাকে নিয়ে হোমনাকে জেলা ঘোষণার দাবি জানান।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.