প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৪, ৯:২৪ পি.এম
হিলি স্থলবন্দর দিয়ে আসছে ভারতের পেঁয়াজ
প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মধ্যে। কোরবানির আগে ভারতের পেঁয়াজ আসায় দেশে দাম বাড়বে না, বলছেন সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভারত থেকে মেসার্স আর এস বি ট্রেডার্স পেঁয়াজ আমদানি করে। একটি ট্রাক ৩০ টন পেঁয়াজ নিয়ে হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ সরকার বলেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে এতদিন আমদানি বন্ধ ছিল। গত ৪ মে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তার পরও ৪০ শতাংশ শুল্ক থাকায় নানা জল্পনা-কল্পনা শেষে ১১ দিন পর মঙ্গলবার আমদানি শুরু হয়েছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.