নাটোরের হালতিবিলে নৌকায় করে শামুক তুলতে গিয়ে বজ্রপাতে মো. আব্দুল মোমিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দুজন।আহতের মধ্যে সেন্টুর (৫২) নামে এক ব্যক্তির জানা গেছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোমিন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নূর হোসেন মণ্ডলের ছেলে। আহত সেন্টু একই গ্রামের মৃত কাফাজ উদ্দিনের ছেলে।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চত করে জানান, সকালে আব্দুল মোমিন ও সেন্টুসহ তিনজন হালতিবিলের নৌকায় করে বিশেষ জাল দিয়ে শামুক তুলছিলেন। এসময় বৃষ্টিসহ বজ্রপাত হলে তারা তিনজনই আহত হন।
তাদের মধ্যে আব্দুল মোমিন ও অজ্ঞাতপরিচয় অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় লোকজন তাদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক জানান যে আব্দুল মোমিন মারা গেছেন। তার সঙ্গীকে স্বজনরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.