এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিস মাহমুদ সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক তাফহীম এবং সাংগঠনিক সম্পাদক পদে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া মোহাম্মদ সায়েফ উল্যাহ মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম, হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকা’র সভাপতি প্রফেসর ডা. মো. জাহেদুল আলম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক মোহাম্মদ তাজিব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা একটি সুন্দর ঐক্যবদ্ধ হাতিয়া গড়ার স্বপ্ন নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ছাত্ররা শিক্ষকের চেয়ে এগিয়ে গেলে এটা শিক্ষকদের জন্য গর্বের।