ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোেধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে একটি বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৯ ডিসেম্বর'২৪ (সোমবার) "নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জি এ সি) এর অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর রিয়্যাক্টস-ইন প্রজেক্টের সহযোগিতায় সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর ফলে অসংখ্য নারী-পুরুষ, কিশোর এবং কিশোরী নারী নির্যাতন প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে পারেন। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিয়্যাক্টস- ইন প্রজেক্ট অফিসার রুমা বেগম, উক্ত অনুষ্ঠানে শিক্ষা ও কর্মজীবনে বিশেষ ভূমিকা রাখার জন্য জয়ীতা পুরস্কার পান রিয়্যাক্টস- ইন প্রকল্পে কর্মরত কমিউনিটি ফ্যাসিলিটেটর মোছা: সুমি ও ফাতেমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সেলিম রেজা তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন, হরিপুর প্রেসক্লাবের সভাপতি আল-মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুশা, সাংবাদিক রাগিব আহসান রাজু ও সুজন প্রমুখ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.