বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ কাষ্ঠরিতে হরিপুর উপজেলা যুব দলের সাবেক সম্পাদক আকরাম হোসেনের মৃত্যু হয়েছে। ১২ এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় হরিপুরে পুলিশ হেফাজতে মৃত যুব নেতা আকরাম হোসেনের কবর জিয়ারত করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে জনতার উদ্দেশ্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, সরকার গণতন্ত্রের পরির্বতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। হাজার হাজার সাধারণ অসহায় নিরীহ মানুষকে অন্যায় ভাবে ধরে মামলা দিয়ে জেল হাজতে আটকে রাখে পুলিশি নির্যাতন করছে। এই সরকার এদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার কেরে নিয়েছে।
হরিপুরের মানুষের ঈদ আনন্দ হয়নি। আপনাদের ছেলে আকরাম কে দানবীয় সরকার পুলিশ বাহিনী দিয়ে অন্যায় ভাবে নিযার্তন করে পুলিশ হেফাজতে মারা হয়েছে। আমরা এর প্রতিবাদ ও তীর নিন্দা জানাচ্ছি। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.