Dhaka 8:28 am, Tuesday, 24 December 2024
বেকিং নিউজ :
Logo গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন Logo ময়মনসিংহে সরকারী দপ্তর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-মাদক উদ্ধার করেছে পুলিশ Logo রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত-সভাপতি আসাদ-সম্পাদক আখতার Logo লালমোহন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo বাউফলে ফ্লিম্মি ষ্টাইলে ধান ও মাছ লুটের অভিযোগ Logo বড়াইগ্রামে ছাত্রদলের আয়োজনে দুস্থদের মাঝে শীত বস্ত্র কম্বল উপহার Logo যশোরের শার্শায় বেনাপোল-শার্শা সীমান্তে ৩ মরদেহ, জানা যায়নি মৃত্যুর কারণ Logo তথ্যমেলায় মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী প্রচার Logo বরুড়ার আড্ডায় গোবিন্দপুর মা আমেনা হাফেজিয়া মাদ্রাসা সংবর্ধনা অনুষ্ঠান Logo বেনাপোলে ওলামা মাশায়েখদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, ১৯ বছর পর অনুষ্ঠিত হলো আবেগ উচ্ছ্বাসের পুনর্মিলন ‘ সেতুবন্ধন -২০২৪”

গতকাল ২৫ অক্টোবর , শুক্রবার দিন উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষ ২০০৩-০৪, কলেজের দ্বিতীয় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিলো ড. মোশাররফ হোসেন কলেজ ক্যাম্পাস।

পূর্ব ঘোষণা সময় অনুযায়ী সকাল ৯টা থেকেই প্রাক্তন শিক্ষার্থীরা প্রবেশ করেছিল তাদের চির পরিচিত প্রিয় প্রাঙ্গণে, শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে অবস্থান করলেই অভ্যর্থনা জানানো হয়েছে গোলাপ রজনীগন্ধা ফুল আর চকলেট হাতে দিয়ে। বেলা বাড়ার সাথে সাথে কলেজের পুরো ক্যাম্পাস জুরে শুরু হয়েছিল হৈ-হুল্লোড় আর নিজেদের খেয়াল খুশিমতো ফটোশুট করার প্রতিযোগিতা। পুনর্মিলন আয়োজন সেতুবন্ধন -২০২৪ এর লগো খচিত সাদা ও কমলা রংয়ের টি-শার্ট পরিধান করে প্রাক্তন শিক্ষার্থীরা হয়ে উঠে সাদা প্রজাপতির দল। প্রজাপতির মতো উড়ে উড়ে কলেজ ক্যাম্পাসের প্রতিটি ভবন, বেলকনি, বাগান আর হল রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরোটা স্থানে ছিলো সকলের উৎসবমুখর বিচরণ। হেঁটে চলে, দাঁড়িয়ে বসে, যার যখন খুশি, যেমন খুশি, একক দলগত আবার দর্শক – অতিথি সবাই এক হয়ে চলে ফটোশেসন। দিনব্যাপী পুনর্মিলন আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। তারপর কলেজের সম্মানিত শিক্ষকদের উপস্থিতিতে হলরুমে প্রবেশ করে প্রাক্তন সকল শিক্ষার্থীরা, লক্ষ করা যায় পিনপতন নীরবতা। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক এম. এ. মামুন সরকারের সভাপতিত্বে ও অনুষ্ঠান ব্যবস্থাপক মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলোয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ মনির হোসেন। স্বাগত কথা বলেন প্রধান সমন্বয়ক এম. এ. মামুন সরকার । প্রাক্তন সকল শিক্ষার্থীরা তাদের বর্তমান অবস্থান ও পরিচয় জানিয়ে একে একে স্মৃতিচারণ করলেন – আফজাল, ফরিদা, আলমগীর, পলাশ, সুমন, সোহেল, রিয়াজ, জনি, শাহ আলম, মোঃ ইদ্রিস, শিহাব, মোঃ জাহাঙ্গীর আলম ও আনিস । প্রধান অতিথি হিসেবে পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কলেজের বর্তমান অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড.খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক ইংরেজি শিক্ষক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক এ এইচ আরিফ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সহকারী অধ্যাপক মোঃ আবু সালেহ আপন, জয়নাল আবেদীন, কাজী মহিউদ্দিন, দাউদকান্দি আদর্শ পাইল স্কুলের অভিভাবক সদস্য জহিরুল ইসলাম রিপন, মাহমুদ ও মিনু । উপস্থিত ছিলেন ঢাকা ট্রিবিউন ও বাসসের কুমিল্লা জেলা প্রতিনিধি মহসীন কবির ও আবুল কালাম মজুমদার কলেজের প্রভাষক ও সাংবাদিক হালিম সৈকত। পবিত্র জুমার নামাজ শেষে সেতুবন্ধন- ২০২৪ এর দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল মধ্যাহ্ন ভোজ পরিবেশনের মাধ্যমে। ফাঁকে ফাঁকে চলে রং চা পানের আয়োজনও । প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি শিক্ষক মহোদয়গন একে একে প্রাক্তন সকল শিক্ষার্থীদের হাতে তুলে দেন শুভেচ্ছা স্মারক উপহার। একইভাবে অনুষ্ঠানের আয়োজক শিক্ষার্থীরাও অভিভাবক তুল্য শিক্ষকদেরকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা পুনর্মিলন আয়োজনের প্রধান সমন্বয়ক এম এ মামুন সরকারকে ক্রেস্ট প্রদান করেন। দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধান সমন্বয়ক এম এ মামুন সরকার ভবিষ্যতে আরো বর্ণিল ও বড় পরিসরে পুনর্মিলন করার প্রত্যাশা জানিয়ে। বন্ধু, সতীর্থ কিংবা সহপাঠী, যে যা-ই সম্ভোধন করুক না কেন, সবার মনের গহীনে জমেছিল রং বেরংয়ের নানা রকম স্মৃতি। মঞ্চে দাঁড়িয়ে প্রত্যেকেই স্মৃতিচারণ করেছেন শতভাগ আবেগ আপ্লুত হয়ে, ব্যক্ত করছেন তাদের মনের অব্যক্ত সব গল্প কথা আর স্মৃতি। কেউ কেউ আবার নিরব থেকেও জিজ্ঞসু চোখে প্রকাশ করেছেন – ” আবার হবে তো দেখা, বন্ধু? এ দেখাই শেষ দেখা নয়তো?

 

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, ১৯ বছর পর অনুষ্ঠিত হলো আবেগ উচ্ছ্বাসের পুনর্মিলন ‘ সেতুবন্ধন -২০২৪”

আপলোড সময় : 11:52:43 am, Saturday, 26 October 2024

গতকাল ২৫ অক্টোবর , শুক্রবার দিন উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষ ২০০৩-০৪, কলেজের দ্বিতীয় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিলো ড. মোশাররফ হোসেন কলেজ ক্যাম্পাস।

পূর্ব ঘোষণা সময় অনুযায়ী সকাল ৯টা থেকেই প্রাক্তন শিক্ষার্থীরা প্রবেশ করেছিল তাদের চির পরিচিত প্রিয় প্রাঙ্গণে, শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে অবস্থান করলেই অভ্যর্থনা জানানো হয়েছে গোলাপ রজনীগন্ধা ফুল আর চকলেট হাতে দিয়ে। বেলা বাড়ার সাথে সাথে কলেজের পুরো ক্যাম্পাস জুরে শুরু হয়েছিল হৈ-হুল্লোড় আর নিজেদের খেয়াল খুশিমতো ফটোশুট করার প্রতিযোগিতা। পুনর্মিলন আয়োজন সেতুবন্ধন -২০২৪ এর লগো খচিত সাদা ও কমলা রংয়ের টি-শার্ট পরিধান করে প্রাক্তন শিক্ষার্থীরা হয়ে উঠে সাদা প্রজাপতির দল। প্রজাপতির মতো উড়ে উড়ে কলেজ ক্যাম্পাসের প্রতিটি ভবন, বেলকনি, বাগান আর হল রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরোটা স্থানে ছিলো সকলের উৎসবমুখর বিচরণ। হেঁটে চলে, দাঁড়িয়ে বসে, যার যখন খুশি, যেমন খুশি, একক দলগত আবার দর্শক – অতিথি সবাই এক হয়ে চলে ফটোশেসন। দিনব্যাপী পুনর্মিলন আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। তারপর কলেজের সম্মানিত শিক্ষকদের উপস্থিতিতে হলরুমে প্রবেশ করে প্রাক্তন সকল শিক্ষার্থীরা, লক্ষ করা যায় পিনপতন নীরবতা। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক এম. এ. মামুন সরকারের সভাপতিত্বে ও অনুষ্ঠান ব্যবস্থাপক মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলোয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ মনির হোসেন। স্বাগত কথা বলেন প্রধান সমন্বয়ক এম. এ. মামুন সরকার । প্রাক্তন সকল শিক্ষার্থীরা তাদের বর্তমান অবস্থান ও পরিচয় জানিয়ে একে একে স্মৃতিচারণ করলেন – আফজাল, ফরিদা, আলমগীর, পলাশ, সুমন, সোহেল, রিয়াজ, জনি, শাহ আলম, মোঃ ইদ্রিস, শিহাব, মোঃ জাহাঙ্গীর আলম ও আনিস । প্রধান অতিথি হিসেবে পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কলেজের বর্তমান অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড.খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক ইংরেজি শিক্ষক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক এ এইচ আরিফ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সহকারী অধ্যাপক মোঃ আবু সালেহ আপন, জয়নাল আবেদীন, কাজী মহিউদ্দিন, দাউদকান্দি আদর্শ পাইল স্কুলের অভিভাবক সদস্য জহিরুল ইসলাম রিপন, মাহমুদ ও মিনু । উপস্থিত ছিলেন ঢাকা ট্রিবিউন ও বাসসের কুমিল্লা জেলা প্রতিনিধি মহসীন কবির ও আবুল কালাম মজুমদার কলেজের প্রভাষক ও সাংবাদিক হালিম সৈকত। পবিত্র জুমার নামাজ শেষে সেতুবন্ধন- ২০২৪ এর দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল মধ্যাহ্ন ভোজ পরিবেশনের মাধ্যমে। ফাঁকে ফাঁকে চলে রং চা পানের আয়োজনও । প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি শিক্ষক মহোদয়গন একে একে প্রাক্তন সকল শিক্ষার্থীদের হাতে তুলে দেন শুভেচ্ছা স্মারক উপহার। একইভাবে অনুষ্ঠানের আয়োজক শিক্ষার্থীরাও অভিভাবক তুল্য শিক্ষকদেরকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা পুনর্মিলন আয়োজনের প্রধান সমন্বয়ক এম এ মামুন সরকারকে ক্রেস্ট প্রদান করেন। দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধান সমন্বয়ক এম এ মামুন সরকার ভবিষ্যতে আরো বর্ণিল ও বড় পরিসরে পুনর্মিলন করার প্রত্যাশা জানিয়ে। বন্ধু, সতীর্থ কিংবা সহপাঠী, যে যা-ই সম্ভোধন করুক না কেন, সবার মনের গহীনে জমেছিল রং বেরংয়ের নানা রকম স্মৃতি। মঞ্চে দাঁড়িয়ে প্রত্যেকেই স্মৃতিচারণ করেছেন শতভাগ আবেগ আপ্লুত হয়ে, ব্যক্ত করছেন তাদের মনের অব্যক্ত সব গল্প কথা আর স্মৃতি। কেউ কেউ আবার নিরব থেকেও জিজ্ঞসু চোখে প্রকাশ করেছেন – ” আবার হবে তো দেখা, বন্ধু? এ দেখাই শেষ দেখা নয়তো?