বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে মোরেলগঞ্জের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. হরমুজ গাজী (৬৫)। তার বাড়ি পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে। আহতরা হলেন মাসুম গাজী ও চালক আনোয়ার হোসেন।
জানা যায়, ঘটনার সময় ভাড়ায় চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারী এক নারীকে ধাক্কা দেয়। পরে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে হরমুজ গাজী নিহত হন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ অভিযোগ করেনি।