চট্টগ্রাম সীতাকুণ্ড শেখপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ২৭২ পিস ভারতীয় ব্রান্ডের দামী মদ,একটি পিকআপ গাড়ী সহ মোঃ আব্দুল্লাহ নামে একজন কে আটক করেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন পি পি এম প্রতিনিধি কে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) মোঃ সোলাইমানের নেতৃত্বে এসি কামাল উদ্দিনের দিক নির্দেশনায়, এসআই মফিজুর রহমান,এসআই রাজিব চন্দ্র পোদ্দার,এসআই নাসির ভূইয়া, এসআই সুজন শর্মা সঙ্গীত ফৌর্স সহ সীতাকুণ্ড পৌর সদর শেখ পাড়া বাদশা মিয়া বাড়ীর সামনে ১ এপ্রিল মঙ্গলবার ভোর পোনে ৫ (পাচ) টায় অবস্থান নেয়,এসময় একটি পিকআপ দ্রুত চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে পিকআপটি কে আটক করে ভিতরে তল্লাসীকালে ১৭২ পিস ভারতীয় দামী ব্রান্ডের মদ পায়,তাৎক্ষণিক চালক কে আটক করা হয়। আটককৃত চালকের নাম মোঃ আব্দুল্লাহ ( ২৬) পিতা- মোঃ রিয়াজ উদ্দিন,গ্রাম- মধ্যম মটুয়া,( শিকদার বাড়ী) ইউনিয়ন - রাধানগর,থানা- ছাগল নাইয়া,জেলা- ফেনী। এই ব্যাপারে সীতাকুন্ড থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে,আসামী কে কোর্টে প্রেরন করা হয়েছে। মাদকের বেচা কেনার উৎস আরো উচ্চতর তদন্ত হরা হবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2025 Dainiksopnerbangladesh.com. All rights reserved.