সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর নেতৃবৃন্দ শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনন্দন জানান বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর সভাপতি কবি ও সাংবাদিক ( শিক্ষানবিশ আইনজীবী) সাদিক হোসেন এপলু সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ ।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকো ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সহসভাপতি (১ম) হিসেবে খালেদ আহমদ, সহসভাপতি (২য়) বাপ্পা ঘোষ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সদস্য শেখ আশরাফুর আলম নাসির, আব্দুর রাজ্জাক, সুনীল সিংহ নির্বাচিত হয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, জনসাধারণের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেয়ার সাথে সাথে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল হবে। সিলেটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ আরও সুদৃঢ় ভূমিকা পালন করবেন।