নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক মটর সহ ৩ চোর কে গ্রেফতার পুলিশ। মঙ্গলবার ( ৯ এপ্রিল) রাত্রি অনুমানিক ০৮.১৫ ঘটিকার সময় ২ নং ডাহিয়া ইউনিয়নের অন্তর্গত ডোবাব্রীজ এর উপর ১টি বৈদ্যতিক মোটরসহ সন্দেহভাজন তিনজন ব্যাক্তিকে আটক করে স্থানীয়রা। এ সময় তাদের সাথে থাকা একজন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৮ এপ্রিল) তারিখ রাত্রি অনুমানিক ১০.০০ ঘটিকার সময় জনৈক মোঃ সবুজ (৩৫), পিতা-মৃত লুৎফর রহমান, সাং-বিয়াস চক পড়া, থানা-সিংড়া, জেলা-নাটোর, বিয়াস মৌজাস্থ্য ধোপাঘাটি পুকুরে বৈদ্যতিক মোটর রাখিয়া নিজ বাড়ি চলে যান। পর দিন মঙ্গলবার সকালে অনুমানিক ০৯.০০ ঘটিকার সময় পুকুর পাড়ে গিয়া দেখিতে পান যে, তাহার পুকুরের পানি সেচ দেওয়া বৈদ্যতিক মোটরটি চুরি হয়েছে। ঘটনার বিষয়টি তিনি তার গ্রামের লোকজন কে জানাইয়া বিভিন্ন জায়গায় তাহার চুরি যাওয়া বৈদ্যতিক মোটর অনুসন্ধান করিতে থাকেন।
ঘটনার দিন মঙ্গলবার রাত্রি অনুমানিক ০৮.১৫ ঘটিকার সময় ডাহিয়া ডোবাব্রীজ এর উপর ১টি বৈদ্যতিক মোটরসহ সন্দেহভাজন ৩ জন ব্যাক্তিকে আটক করে স্থানীয় জনতা। এ সময় তাদের সাথে থাকা একজন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে বাদী সবুজ উক্ত স্থানে গিয়া তাহার চোরাই যাওয়া বৈদ্যতিক মোটরটি সনাক্ত করেন এবং সিংড়া থানা পুলিশকে সংবাদ দেন। থানা পুলিশ উক্ত সংবাদ ভিত্তিতে ডোবাব্রীজে গিয়া আসামী ১। মোঃ রিন্টু আলী (৩০), পিতা- মোঃ ইউনুস আলী, সাং-লালুয়া পাঁচ পাকিয়া, ২। মোঃ আঃ মালেক (৩০), পিতা-মোঃ আক্কাস আলী, সাং-হরিপুর, ৩। মোঃ কাওছার মাহমুদ (২০), পিতা- মোঃ মাজদার হোসেন, সাং-বিয়াস কারিকর পাড়া, সর্ব থানা-সিংড়া, জেলা-নাটোর। ব্যক্তিগণের নিকট হইতে ০১টি ০১ হর্স পাওয়ার বৈদ্যতিক গাজী মোটর মুল্য অনুমান ৫,৭০০/- (পাঁচ হাজার সাতশত) টাকা সহ নিজ হেফাজতে গ্রহন করেন।
এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগন চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে বাদীর এজাহারের প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে সিংড়া থানার মামলা নং-০৮, তাং-১০/০৪/২৪ ইং ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.