বগুড়ার আদমদীঘির সান্তাহারে অজ্ঞাত নামা (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অজ্ঞাত ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত বৃদ্ধ সবুজ মিয়া নেত্রকোনার লক্ষীগঞ্জ ইউনিয়নের সানকিউরা গ্রামের আমির উদ্দিন ফকিরের ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ওই বৃদ্ধ সান্তাহার পৌর শহরের সরকারি কলেজ রোড এলাকায় একটি দোকানের বারান্দার নিচে শুয়ে ছিলেন। শুক্রবার সকালে দীর্ঘ সময় ধরে ঘুমন্ত দেখে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। পরে তাকে ডাকতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ লাশটি শনাক্তের জন্য প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করলে তার পরিচয় মিলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শীতের কারনে হয়তো মারা যান তিনি। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিকট লাশটি হস্তান্তর করা হবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.