Dhaka 4:32 am, Monday, 6 January 2025

সাকিব কে দেখতে এসে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ নিরব।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারের আবদুল মালেক টাওয়ারে হারল্যান ব্রান্ডের (কসমেটিকস) শো-রুম উদ্ভোধন অনুষ্ঠানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখতে এসে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে আহত হয়েছে নিরব নামে এক স্কুল ছাত্র। আহত নিরব স্থানীয় কাগাইস গ্রামের জসীম উদ্দিনের  ছেলে, সে কনকাপৈত স্কুলের ৭ম শ্রণীর ছাত্র। 

স্থানীয় সূত্র জানা যায়, ধোড়করা বাজারের আবদুল মালেক টাওয়ারে হারল্যান ব্রান্ডের (কসমেটিকস)  একটি শো-রুম উদ্ভোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসান হেলিকপ্টার যোগে মঙ্গলবার চৌদ্দগ্রামে পৌঁছান।   ক্রিকেটার সাকিব আল হাসান উদ্ভোধনী স্থলে আসার ঘন্টাখানেক আগেই  হাজারো লোকের জনসমুদ্রে পরিণত  হয় ধোড়করা বাজার। এসময় আবদুল মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় পল্লি বিদ্যূৎ এর তারের সাথে লেগে দগ্ধ হয় স্কুল ছাত্র নিরব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যায়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, নীরব ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Write Your Comment

About Author Information

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

সাকিব কে দেখতে এসে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ নিরব।

আপলোড সময় : 10:45:21 pm, Wednesday, 8 May 2024

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারের আবদুল মালেক টাওয়ারে হারল্যান ব্রান্ডের (কসমেটিকস) শো-রুম উদ্ভোধন অনুষ্ঠানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখতে এসে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে আহত হয়েছে নিরব নামে এক স্কুল ছাত্র। আহত নিরব স্থানীয় কাগাইস গ্রামের জসীম উদ্দিনের  ছেলে, সে কনকাপৈত স্কুলের ৭ম শ্রণীর ছাত্র। 

স্থানীয় সূত্র জানা যায়, ধোড়করা বাজারের আবদুল মালেক টাওয়ারে হারল্যান ব্রান্ডের (কসমেটিকস)  একটি শো-রুম উদ্ভোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসান হেলিকপ্টার যোগে মঙ্গলবার চৌদ্দগ্রামে পৌঁছান।   ক্রিকেটার সাকিব আল হাসান উদ্ভোধনী স্থলে আসার ঘন্টাখানেক আগেই  হাজারো লোকের জনসমুদ্রে পরিণত  হয় ধোড়করা বাজার। এসময় আবদুল মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় পল্লি বিদ্যূৎ এর তারের সাথে লেগে দগ্ধ হয় স্কুল ছাত্র নিরব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যায়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, নীরব ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।