মানবাধিকার কর্মী আব্দুল মালেক দেওয়ান নিউজ লাইট ৭১ অনলাইন নিউজ পোর্টালের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের সোহরাব দেওয়ানের ছেলে। বর্তমানে তিনি মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ট্রেড ইনস্ট্রাক্টর পদে কর্মরত রয়েছেন।
গত ২২ সেপ্টেম্বর তিনি নিউজ লাইট ৭১ এর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত। এর আগে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন নওগাঁর সভাপতি, সাপ্তাহিক ক্রাইম ওয়াচ এর নওগাঁ জেলা প্রতিনিধি এবং অপরাধ চোখ অনলাইন নিউজ পোর্টলের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নওগাঁর বিভিন্ন উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাতা সংস্থা হেক্সস/ইপারের সহযোগিতায় স্বেচ্ছাব্রতী সংগঠন ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রকল্পের আওতায় প্রশিক্ষক হিসেবে একাধিকবার প্রশিক্ষণ প্রদান করেন।
বর্তমান অর্পিত দায়িত্ব ও সাংবাদিক পেশার ব্যাপারে তার কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের সমাজের দর্পন আখ্যায়িত করে বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক হিসেবে কাজ করে। শুধু নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদ অনুসন্ধান করাও একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন নিউজ লাইট ৭১ এর সহযোগী সম্পাদক আব্দুল মালেক দেওয়ান।
তিনি আরো বলেন, সাংবাদিকতা পেশা এমন একটা পেশা যার সুবাদে মানুষের খুব কাছে গিয়ে সহায়তা করা যায়, যেটা অন্য পেশাতে বিরল।
সাংবাদিকতার ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের জন্য প্রতিবেদককে চৌকস ও ধীর মস্তিষ্কসম্পন্নতার কথা বলেন। অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রতিবেদককে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শও দেন এই মানবাধিকার কর্মী।
উল্লেখ্য যে, গত ২২ মে ২০২১ সালে প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে তিনি নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ২ দিন ধরে অনশন করে জাতীয় ও আন্তর্জাতিক গনমাধ্যমে শিরোনাম হন।
জিএমআরএ
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.