সশস্ত্র বাহিনী দিবসে ১১ পদাতিক ডিভিশন জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল মামুন,পিবিজিএম,এনডিসি,পিএসসি কে শুভেচ্ছা জানিয়েছেন বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি,ভাষা সৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
বৃহস্পতিবার বিকেল ৩.২০ ঘটিকায় বগুড়া সেনানিবাস্থ হেলিপ্যাড গ্রাউন্ডে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সকল সদস্যের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় সাইদুর রহমান বলেন,মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন,বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। এজন্য সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন,দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে জনগণের প্রত্যাশা অনেক। আশা করি জনগণের প্রত্যাশা অনুযায়ী সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে মেজর জেনারেল খালেদ-আল মামুন বলেন,মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বীর মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করার জন্য তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। সংবর্ধনা অনুষ্ঠানে ৭ নং সেক্টরের অধীনে অংশ নেওয়া ৪০ জন মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং উপহার সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি,রাজশাহী বিভাগীয় কমিশনার,রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, চেম্বার অব কমার্সের সভাপতিসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.