প্রধানমন্ত্রী ও অতিথিরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পরে তাদের সঙ্গে ফটোসেশনে যোগ দেন। জাতীয় প্যারেড স্কয়ারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সচিব, বিদেশি রাষ্ট্রদূত, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা সেনানিবাসে প্রথম সমরাস্ত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে এই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে সমরাস্ত্র প্রদর্শনী। গতকাল সকালে এর উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। আগামী ৩০ মার্চ বিকাল ৪টা পর্যন্ত এই সমরাস্ত্র প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিসেসের কার্যক্রম, মহান মুক্তিযুদ্ধ, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস এবং সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি প্রদর্শন করা হচ্ছে।
রংপুরে সমরাস্ত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক, রংপুর : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রংপুরে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে রংপুর সেনানিবাস মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাকিল আহমেদ। প্রদর্শনীতে সাঁজোয়া, গোলন্দাজ, ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস এবং পদাতিকসহ বিভিন্ন আর্মস ও সার্ভিসের স্টলে সশস্ত্র বাহিনীর ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান ও সেনাবাহিনীর নানা কার্যক্রম তুলে ধরা হয়।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.